মাদারীপুর প্রতিনিধি ।। মাদারীপুর জেলাধীন শিবচর উপজেলার নিলখী বন্দর ইউনিয়নের ২২ নং নিলখী বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপত্বিত করেন বাচ্চু মাতুব্বর সাবেক চেয়ারম্যান নিলখী ইউনিয়ন পরিষদ, অনুষ্ঠানটি পরিচালনা করেন জোবায়ের হোসেন, প্রধান শিক্ষক, প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলে নিলখী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ ওয়াসিম মাতুব্বর, আরো উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগ যুব লীগের সভাপতি নিলখী ইউনিয়ন শাখা, মোসাঃ শিউলি আক্তার, সংরক্ষিত মহিলা মেম্বার, নিলখী ইউনিয়ন পরিষদ, অত্র বিদ্যালয়ের শিক্ষবৃন্দ ও স্থানিয় গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পরে জাতীয় সংগিত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠান শুরুতে ছাত্র-ছাত্রী অংশগ্রহনের মধ্যমে বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পূর্ন করা হয়।