মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর হাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর উপর নব নির্মিত শেখ জামাল সেতুর নিচ থেকে, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাদবরচর হাট সংলগ্ন আড়িয়াল খা নদীর উপর নব নির্মিত শেখ জামাল সেতুর নিচে গলিত একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী শিবচর থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটির আনুমানিক বয়স (৩৫)। এ সময় তাঁর পরনে হাপ প্যান্ট ও কোমরে গামছার সাথে এক জোড়া পায়ের সেন্ডেল বাঁধা ছিলো ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উদ্ধারকৃত লাশটি সম্পূর্ণ পঁচে নষ্ট হয়ে গেছে। কোন ভাবেই চেনার উপায় নেই। লাশটি ময়না তদন্তের জন্য মাদারীপুরে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।