দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের এম.পি তাহমিনা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সরদার লোকমান হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারন সমাপাদক ও মেয়র মোঃ এনায়েত হোসেন ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহাজালাল হাওলাদার,মহসিন শিকদার প্রমুখ।